Institute of Medical Technology

Great Place For Medical Education

Affiliate with Dhaka University

Why choose IMT

Why choose IMT

views September 14, 2023

ছাত্রছাত্রীদের জন্য সুযোগ সুবিধা:

১. অভিজ্ঞ ফুলটাইম এবং পার্টটাইম শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠ দান করা হয়।
২. প্রতিটি ব্যাচ এর জন্য মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের মাধ্যমে পাঠ দানের ব্যবস্থা রয়েছে।
৩. আমাদের পর্যাপ্ত বই সমৃদ্ধ বিশাল লাইব্রেরী আছে, যেখানে অনলাইন লাইব্রেরীর ব্যবস্থা রয়েছে।
৪. ছাত্র/ছাত্রীদের একাডেমিক দক্ষতা মূল্যায়ন করার জন্য মধ্যপর্ব পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, আইটেম কার্ড, ছাত্র/ছাত্রীর উপস্থিতি পর্যবেক্ষন করে অভিভাবকের সাথে আলোচনা করা হয়।
৫. বাংলাদেশে বেসরকারী মেডিকেল ইন্সটিটিউট গুলোর মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র আইএমটি তাদের নিজস্ব ক্যাম্পাসে ক্লাস পরিচালনা করছে।
৬. ছাত্র/ছাত্রীদের ক্লিনিক্যাল দক্ষতা বাড়ানোর জন্য আমাদের আছে ফিজিওথেরাপি বহিঃবিভাগ এবং পাশাপাশি থেরাপিউটিজিম এর ব্যবস্থা । এছাড়াও সরকারী এবং বেসরকারী হাসপাতাল/রিহ্যাবিলেটেশন কেন্দ্রে ক্লিনিক্যাল প্লেসমেন্ট এর ব্যবস্থা রয়েছে।
৭. দেশের বাহিরের স্বানামধন্য হাসপাতালে ছাত্র/ছাত্রীদের ক্লিনিক্যাল পরিদর্শন এ ব্যবস্থা রয়েছে।
৮. ছাত্র/ছাত্রীদের বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। যেমনঃ প্রতিবছর বনভোজনে যাওয়, খেলাধূলার আয়োজন করা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।
৯. ছাত্র/ছাত্রীদের শ্রেনীকক্ষে উপস্থিতির হার বাড়ানোর জন্য এবং তাদের শিক্ষা ও দক্ষতার মান বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
১০. নিজস্ব ডায়গনষ্টিক ল্যাবে গ্রুপ ডিসকাশন সহ হাতে কলমে কাজ করার সুযোগ।
১১. ক্যাম্পাসের সকল ক্লাসে C.C.TV ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষন করা।
১২. শিক্ষক/শিক্ষিকাদের কর্মদক্ষতা, সময়ানুবর্তিতা পর্যবেক্ষন করার জন্য আছে উন্নত পর্যবেক্ষন ব্যবস্থা।
১৩. দক্ষ ল্যাব ইন্সস্ট্রাক্টর দ্বারা ল্যাব পরিচালনা করা হয়।
১৪. ধুমপান ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস।
১৫. ছাত্র/ছাত্রীদের হাতে কলমে কাজ শেখানোর সুবিধার্থে ক্যাম্পাসের ভিতরে আউট-ডোর এর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Notice