হোষ্টেল সুবিধাঃ

দুরের ছাত্র-ছাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি (আইএমটি) কর্তৃপক্ষ নিজ উদ্যোগে হোস্টেল পরিচালনা করে আসছেন। হোস্টেল সমূহের নিকটবর্তী ইনস্টিটিউট হওয়ায় আইএমটি কর্তৃপক্ষ হোস্টেলে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের জন্য লাইব্রেরী এবং ল্যাব ব্যবহারের পর্যাপ্ত সুবিধা প্রদান করেছে। মোট ছয়টি ছাত্রাবাস আছে, ৪টি ছাত্রদের এবং ২টি ছাত্রীদের জন্য। কলেজের মূল ভবন থেকে ২০০ গজ দূরে ছাত্রাবাস গুলোর অবস্থান। বর্তমান সিট সংখ্যা ৫০০। শিক্ষার্থীরা আবেদন করলে সিট খালি খাকা সাপেক্ষে বরাদ্দ দেয়া হয়। এখানে প্রতি কক্ষে ৩জন করে থাকে।