২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নলিখিত যোগ্যতা আবশ্যক
ভর্তির যোগ্যতাঃ-৪ বছর মেয়াদি # বি_এস_সি_ইন_ল্যাবরেটরী।
এস.এস.সি ও এইচ.এস.সি-তে, জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখা অথবা সমতুল্য পরীক্ষায় নূন্যপক্ষে দুটিতে সর্ব মোট জি.পি.এ-৬.০০ (ছয়) প্রাপ্ত, তবে কোনটিতেই জি.পি.এ-২.৫০এর নীচে নয়। যারা ২০২২, ২০২১, ২০২০ইং সালে এইচ.এস.সি উত্তীর্ণ অথবা যারা এস.এস.সি বিজ্ঞানসহ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজী ল্যাবরেটরী ডিগ্রী প্রাপ্ত। ডিপ্লো ডিগ্রীধারীদের ক্ষেত্রে বসয়সীমা ০১/০১/২০২৩ইং তারিখে অনূর্ধ ৪৫ বছর। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত ছাত্র/ছাত্রীরা ভর্তি হতে পারবে।
এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ ন্যূনতম দুই (০২) টিতে সর্বমোট জি.পি.এ-৬.০০ (ছয়) প্রাপ্ত, তবে এস.এস.সি অথবা এইচ.এস.সি কোনটিতেই জি.পি.এ-২.৫০ এর নীচে গ্রহনযোগ্য নয়।
ভর্তির যোগ্যতাঃ-৫ বছর মেয়াদি # বি_এস_সি_ইন_ফিজিওথেরাপি।
এস.এস.সি ও এইচ.এস.সি-তে, জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখা অথবা সমতুল্য পরীক্ষায় নূন্যপক্ষে দুটিতে সর্ব মোট জি.পি.এ-৭.০০ (সাত) প্রাপ্ত, তবে কোনটিতেই জি.পি.এ-৩.০০ এর নীচে নয়। যারা ২০২২, ২০২১, ২০২০ইং সালে এইচ.এস.সি উত্তীর্ণ অথবা যারা এস.এস.সি বিজ্ঞানসহ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিগ্রী প্রাপ্ত।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্রাদিঃ এস এস সি/ সমমানের পরীক্ষায় পাশের প্রসংশা পত্র, মূল সনদ , মূল নম্বর পত্র সহ ফটোকপি (৩ কপি)
ছবিঃ সদ্য তোলা পাসপোর্ট সাইজের রংঙ্গিন ছবি (৪ কপি)।