Institute of Medical Technology

Great Place For Medical Education

Affiliate with Dhaka University

বি.এসসি ইন হেলথ টেকনোলজী (ল্যাবরেটরী) পার্ট-১, ২ ও ৩ কোর্সের পরীক্ষা জানুয়ারি-২০২১ এর ফরমপূরণ ও ফিস জমা দেওয়া প্রসংগে।

বি.এসসি ইন হেলথ টেকনোলজী (ল্যাবরেটরী) পার্ট-১, ২ ও ৩ কোর্সের পরীক্ষা জানুয়ারি-২০২১ এর ফরমপূরণ ও ফিস জমা দেওয়া প্রসংগে।

views September 29, 2024

পরীক্ষা সংক্রান্ত জরুরী নোটিশ

 

এতদ্বারা বি.এস-সি. ইন হেলথ টেকনোলজী (ল্যাবরেটরী) কোর্সের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নি¤œলিখিত তারিখে সকল প্রকার বকেয়া পরিশোধ করে উল্লেখিত হারে ফি জমা দিয়ে চূড়ান্ত জুলাই-২০২৩ইং পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩ পরীক্ষায় (অক্টোবর ২০২৪ইং তারিখে অনুষ্ঠিতব্য) অংশগ্রহণের নিমিত্তে ফরম পূরণের জন্য নির্দেশ দেয়া হলো।

 

উল্লেখ্য যে, প্রত্যেক পরীক্ষার্থীকে অনলাইনে ফরম পূরণের পর পূরণকৃত ফরম ডাউনলোড করিতে হইবে। ডাউনলোডকৃত ফরম পরীক্ষার্থী স্বাক্ষর করিয়া কলেজে জমা দিতে হইবে। অন্যথায় কলেজ কৃর্তক Verify করে ফরম ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠানো সম্ভব হবে না।

ফরম পূরণ তারিখঃ ১৯/০৯/২০২৪ থেকে ০৩/১০/২০২৪ইং তারিখ পর্যন্ত। 

বিঃদ্রঃ www.ducmc.com এই লিংকে প্রবেশ করিয়া ফরমপূরণের সকল কার্যক্রম শিক্ষার্থী নিজেই সম্পন্ন করিতে পারিবে। শুক্রবার ফরম পূরণের কার্যক্রম ও অফিস খোলা থাকবে।

 

 

(ডাঃ শিরিন মালেক)

অধ্যক্ষ

ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী

মিরপুর-১২, ঢাকা।

Other Post